আর্থিক ক্ষতি পোষাতে অশ্বিনদের সঙ্গে চুক্তি বাতিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। এরই মধ্যে অনেক সিরিজ বাতিল হয়ে গেছে। জটিলতা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। তবে সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছে ক্লাবগুলো।
বিভিন্ন দেশের ক্লাবগুলো ক্রিকেটারদের সঙ্গে নিজেদের চুক্তি বাতিল করছে। এরই ধারাবাহিকতায় রবিচন্দ্রন অশ্বিনসহ তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ার।

অশ্বিনের সঙ্গে দক্ষিন আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এবং ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানের সঙ্গেও চুক্তি বাতিল করেছে ক্লাবটি। এমনটাই জানিয়েছে বিবিসি।
মূলত আর্থিক ক্ষতি পোষাতে এই তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করেছে দলটি। করোনাভাইরাস মহামারী রূপ নেয়ায় এই গ্রীষ্মে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট শুরু করা সম্ভব হয়নি।
চলতি বছরের ১২ এপ্রিল থেকে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে আগামী ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে সকল ধরনের ক্রিকেট রাখা হয়েছে স্থগিত। সেই ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে কাউন্টির দলগুলো।
তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিন প্রসঙ্গে ইয়র্কশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট মার্টন মক্সন বলেছেন, 'এই সব ক্রিকেটাররা অসাধারন পেশাদার। কিন্তু এই মুহুর্তে দুর্ভাগ্যজনকভাবে অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে। অশা করছি ভবিষ্যতে হেডিংলিতে তাদেরকে দেখা যাবে।'