লড়াইটা নিজের সঙ্গেঃ অশ্বিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান সময়ে লঙ্গার ভার্সনে ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ভারতের অন্যতম ভরসার নামও তিনি। তবে দেশের বাইরে খেলতে গেলেই তাঁর প্রয়োজন ফুরিয়ে যায়। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে।
উপমহাদেশের বাইরে অশ্বিন এখন পর্যন্ত মাত্র ৯টি টেস্ট খেলেছেন। এর মধ্যে একবার কেবল সিরিজের সব ম্যাচে খেলার সুযোগ হয়েছে। ব্যাটিং সামর্থ্যের কথা চিন্তা করে তাঁর বদলে রবীন্দ্র জাদেজাকে খেলানোর আগ্রহ বেশি থাকে ভারতের টিম ম্যানেজমেন্টের।

অশ্বিন জানিয়েছেন জাদেজা নয়। তাঁর লড়াইটা নিজের সঙ্গে। এ প্রসঙ্গে ভারতের এই স্পিনার বলেন, 'দেখুন, একটি ব্যাপার নিশ্চিত, আমি আসলে আমার মানদণ্ডের সঙ্গে অনেকভাবে লড়াই করছি।'
অশ্বিন জানিয়েছেন, বিদেশের কন্ডিশনে ভালো বোলিং করতে সাফল্যের পুনরাবৃত্তি করলেই শুধু হয় না সেখানে ভাগ্যের সহায়তাও লাগে। এই জায়গাতেই নিজেকে পিছিয়ে রাখছেন ভারতের এই স্পিনার।
অশ্বিন বলেন, 'কোনো স্পিনারের বিদেশের কন্ডিশনে বোলিং করতে এবং দেশের মাটির সাফল্যের পুনরাবৃত্তি করতে হলে ম্যাচের সম্ভাব্য সঠিক সবসময়েই বোলিং করা দরকার। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয়ত, কিছুটা ভাগ্যও লাগে। ২০১৪ সালে (২০১৩ সালের ডিসেম্বরে) দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচের পর থেকে আমি আমার সাফল্যগুলো দেখেছি এবং সেগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।'