promotional_ad

লড়াইটা নিজের সঙ্গেঃ অশ্বিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান সময়ে লঙ্গার ভার্সনে ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ভারতের অন্যতম ভরসার নামও তিনি। তবে দেশের বাইরে খেলতে গেলেই তাঁর প্রয়োজন ফুরিয়ে যায়। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে।


উপমহাদেশের বাইরে অশ্বিন এখন পর্যন্ত মাত্র ৯টি টেস্ট খেলেছেন। এর মধ্যে একবার কেবল সিরিজের সব ম্যাচে খেলার সুযোগ হয়েছে। ব্যাটিং সামর্থ্যের কথা চিন্তা করে তাঁর বদলে রবীন্দ্র জাদেজাকে খেলানোর আগ্রহ বেশি থাকে ভারতের টিম ম্যানেজমেন্টের।



promotional_ad

অশ্বিন জানিয়েছেন জাদেজা নয়। তাঁর লড়াইটা নিজের সঙ্গে। এ প্রসঙ্গে ভারতের এই স্পিনার বলেন, 'দেখুন, একটি ব্যাপার নিশ্চিত, আমি আসলে আমার মানদণ্ডের সঙ্গে অনেকভাবে লড়াই করছি।'


অশ্বিন জানিয়েছেন, বিদেশের কন্ডিশনে ভালো বোলিং করতে সাফল্যের পুনরাবৃত্তি করলেই শুধু হয় না সেখানে ভাগ্যের সহায়তাও লাগে। এই জায়গাতেই নিজেকে পিছিয়ে রাখছেন ভারতের এই স্পিনার।


অশ্বিন বলেন, 'কোনো স্পিনারের বিদেশের কন্ডিশনে বোলিং করতে এবং দেশের মাটির সাফল্যের পুনরাবৃত্তি করতে হলে ম্যাচের সম্ভাব্য সঠিক সবসময়েই বোলিং করা দরকার। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয়ত, কিছুটা ভাগ্যও লাগে। ২০১৪ সালে (২০১৩ সালের ডিসেম্বরে) দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচের পর থেকে আমি আমার সাফল্যগুলো দেখেছি এবং সেগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball