promotional_ad

অ্যাকশনের কারণে অনেক কটু কথা শুনতে হয়েছে বুমরাহকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহ। সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ারের শুরু থেকেই ভারতের অন্যতম বড় অস্ত্র তিনি। সাম্প্রতি সময়ে লঙ্গার ভার্সনেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বুমরাহ।


এই পেসারের বিদঘুটে বোলিং অ্যাকশন দেখে অনেকেই বলেছিলেন জাতীয় দল তো দূরের কথা। রঞ্জি ট্রফির দুটো ম্যাচের পরেই তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বুমরাহর হাই-আর্ম বোলিং অ্যাকশন তার শরীরের ওপর ধকল ফেলে বেশ।



promotional_ad

এ কারণেই তাঁর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বুমরাহ। ক্রমাগত উন্নতি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নাম স্থায়ী করেছেন তিনি। সম্প্রতি আরেক ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপচারিতায় বুমরাহ একথা জানান।


এ প্রসঙ্গে বুমরাহ বলেন, 'অনেকেই আমাকে বলেছেন, আমি খুব বেশিদিন খেলতে পারব না। বেশির ভাগ লোকেরই ধারণা ছিল, ভারতের হয়ে খেলার সম্ভাবনা আমার নেই বললেই চলে। তারা আমাকে বলত, আমি বড়জোর দু-একটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারি। কারণ আমার বোলিং অ্যাকশন শরীরের জন্য অনেক কঠিন। তবে আমি এই অ্যাকশনই ধরে রেখেছি ও উন্নতি করে গেছি ক্রমাগত।'


বুমরাহ এখন সেই অদ্ভুত অ্যাকশন দিয়েই এখন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন। ভারতের এই পেসার জানালেন এই অদ্ভূত বোলিং অ্যাকশন কার অনুপ্রেরণায়, সেই গল্পও। 



বুমরাহ বলেন, ;আমি কখনোই বিশেষ কোনো কোচিং নেইনি। যা কিছু শিখেছি, মূলত টিভি দেখেই শিখেছি। টেনিস বলে যখন খেলতাম, তখন একজনকে দেখে তার মত অ্যাকশন করেছি। নিজেও এখন নিশ্চিত করে বলতে পারব না, এখনকার অ্যাকশন ঠিক কোন সময় থেকে শুরু হলো। অনূর্ধ্ব-১৯ পর্যায় পর্যন্ত অ্যাকশন ভিন্ন ছিল। অনেক বদলের ভেতর দিয়ে গেছে অ্যাকশন। তবে এই অ্যাকশনটা যখন দাঁড়িয়ে গেল, আর বদল করিনি। এটি নিয়েই কাজ করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball