promotional_ad

শচীনের চোখে সেরা ৫ অলরাউন্ডার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শচীন টেন্ডুলকার। ক্রিকেটমঞ্চে পরিচিত তিনি ক্রিকেট ঈশ্বর হিসেবে। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা শচীনের সৌভাগ্য হয়েছিল তাঁর সময়কার অনেক কিংবদন্তিদের সাথে খেলার। ২২ গজে পা দেবার আগে থেকেই এই ক্রিকেট গ্রেট চাইতেন ৫ জন অলরাউন্ডারের মত হতে।  


সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শচীন তাঁর প্রিয় পাঁচজন অলরাউন্ডারের কথা জানিয়েছেন। বলেছেন তাদের দেখে দেখে তিনি বড় হয়েছেন এবং সবার সঙ্গেই খেলার সৌভাগ্যও হয়েছিল এই লিটল মাস্টারের।



promotional_ad

সাবেক এই ব্যাটসম্যানের তালিকায় প্রথম নামটি রয়েছে স্বদেশি কপিল দেবের। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের দলপতি ছিলেন কপিল। ১৯৯৪ সাল পর্যন্ত ছিলেন ২২ গজে। ১৯৮৯ সালে অভিষেক হওয়া শচিনের শৈশবের স্বপ্নের অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার সুযোগ হয়েছে।


এই তালিকায় দ্বিতীয়জন চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের। তিনি হলেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তাঁর বিপক্ষেও খেলেছেন সাবেক এই ব্যাটসম্যান।


শচীন বলেন, ‘আমি যে পাঁচজন বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখে বড় হয়েছি, তাদের মধ্যে একজন কপিল দেব। তাঁর সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। দ্বিতীয়জন ইমরান খান, পাকিস্তান সফরে আমি তার বিরুদ্ধে খেলেছি।’



তিনি আরও বলেন, ‘তৃতীয়জনের নাম বলব স্যার রিচার্ড হ্যাডলি, আমার ক্যারিয়ারের দ্বিতীয় সফরে নিউজিল্যান্ডে তার বিপক্ষে খেলেছি। তারপর অস্ট্রেলিয়ায় খেলেছি ম্যালকম মার্শাল আর ইয়ান বোথামের বিপক্ষে। এই পাঁচজনই আমার সেরা পাঁচ অলরাউন্ডার, যাদের খেলতে দেখে আমি বড় হয়েছি, পরে আবার সঙ্গে খেলার সুযোগও হয়েছে।’


নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি তাঁর ১৭ বছরের ক্যারিয়ারে ৪ হাজার ৮০০ রানের সঙ্গে ঝুলিতে পুরেছিলেন ৫৮০টি উইকেট। ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম তার ক্যারিয়ার শেষ করেন ৭ হাজার ৩০০ রানের সঙ্গে ৫২৮ উইকেট নিয়ে। আর ক্যারিবীয়ান ফাস্ট বোলিং অলরাউন্ডার মার্শাল তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ২ হাজার ৭০০ রানের সঙ্গে বাগিয়েছেন ৫৩০ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball