promotional_ad

বাংলাদেশ-শ্রীলঙ্কার কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্ষতি ২ কোটি ডলার!

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই দুই সিরিজ থেকে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।


বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত এই দুই সিরিজের সম্প্রচারসত্ত্ব থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। কিন্তু গ্রেভের দেয়া তথ্যমতে ১০ লাখ ডলারেরও কম উপার্জন হয়েছে তাদের।



promotional_ad

জনি গ্রেভ বলেন, 'আমরা যখন শ্রীলঙ্কা ও বাংলাদেশ আতিথেয়তা দিলাম, সে সময়ে আমাদের ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮৬ কোটি টাকা) ক্ষতি হয়েছে। ওই দুই সিরিজে সম্প্রচারস্বত্ত্ব চুক্তি থেকে আমাদের যা পাওয়ার কথা ছিল তা থেকে ১০ লাখেরও কম ডলার পেয়েছি।'


এদিকে করোনাভাইরাসের কারণে সকল ধরণের খেলা এবং টুর্নামেন্ট বন্ধ থাকায় চার মাস ধরে অনেক ক্রিকেটারের ম্যাচ ফি দিতে পারেনি সিডব্লিউআই। আয়ারল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারিতে ঘরের মাঠে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।


এরপর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন রাসেল-পোলার্ডরা। কিন্তু এই দুই সিরিজের ম্যাচ ফি এখনও পাননি তাঁরা। একই অবস্থা নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও। এখন পর্যন্ত  নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ফি পাননি তাঁরা। 



এই প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েসনের সেক্রেটারি ওয়াইন লুইস জানিয়েছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই উদ্ভূত সমস্যা সৃষ্টি হয়েছে। তবে শীঘ্রই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে ক্রিকেট বোর্ড বলে মনে করছেন তিনি। 


লুইস বলেছেন, 'খেলোয়াড়দের বেতন দিয়ে দেওয়া হলেও ম্যাচ ফি এখনও বকেয়া আছে। বেতনের পাশাপাশি ডিএ-ও পেয়েছে তাঁরা। করোনা পরিস্থিতির কারণে অর্থনৈকিভাবে কঠিন সময় যাচ্ছে। আশা করছি শিগগিরিই পরিস্থিতি থেকে উঠে আসতে পারবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball