promotional_ad

ধোনির দরজা বন্ধ, বিকল্প রাহুল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরা কঠিন হয়ে দাঁড়াতে পারে মহেন্দ্র সিং ধোনির জন্য। কারণ আইপিএল ছিল ধোনির নিজেকে প্রমাণের বড় প্ল্যাটফর্ম।


এমন অবস্থায় যতই দিন বাড়ছে, ধোনির জাতীয় দলের হয়ে ফের মাঠে নামার সম্ভাবনা ততই কমে যাচ্ছে। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরও এমনটাই মনে করেছেন। জাতীয় দলে ধোনির প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনাই দেখছেন না সাবেক এই ওপেনার।


ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন ধোনি। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে তিনি। যে কারণে আইপিএল ছিল সাবেক এই অধিনায়কের জন্য বড় মঞ্চ। কিন্তু সেই দরজাও বন্ধ হতে চলেছে করোনার প্রকোপে।



promotional_ad

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, 'যদি আইপিএল এই বছর না হয়, তবে ধোনির পক্ষে ফিরে আসাটা খুব কঠিন হবে। গত এক বছর ধরে ও খেলছেনা। তা হলে কিসের ভিত্তিতে দলে ফিরবে ও?'


'আইপিএল না হলে ধোনির সম্ভাবনা খুব কম। বিষয়টাতো ভারতকে প্রতিনিধিত্ব করার, তাই সেরা পারফরম্যান্স যাঁর থাকবে, যে দেশকে জেতাতে পারবে, তাঁরই খেলা উচিত দলের হয়ে।'


সীমিত ওভারের ফরম্যাটে এখন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে খেলাচ্ছে ভারত। বিশ্বকাপে তাই রাহুলকেই বিকল্প হিসেবে দেখছেন গম্ভীর। ভারতীয় দলের ভারসাম্য রাহুলের কারণেই ঠিক আছে বলে ধারণা সাবেক এই ওপেনারের।


গম্ভীর বলেন, 'ধোনির যথাযথ বিকল্প হতে পারে লোকেশ রাহুল। সাদা বলের ক্রিকেটে রাহুল যে দিন থেকে কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছে, সেই দিন থেকেই দলে ব্যালান্স এসেছে। ব্যাটিং ও কিপিং, দুটোতেই পারফরম্যান্স ভাল ওর।'



'হ্যাঁ, ধোনির মতো অত ভাল কিপিং নয় রাহুলের। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের কথা ভাবলে রাহুল হল ইউটিলিটি প্লেয়ার। ও কিপিংয়ের পাশাপাশি তিন বা চার নম্বরে নামতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball