আইসিসির ইভেন্ট আয়োজনে উন্মুখ পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বব্যাপী ফ্ল্যাগশীপ টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৩-৩১ চক্রের ইভেন্টের জন্য বিড করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক মুখপাত্র রয়টার্সের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, 'পিসিবি ২০২৩-৩১ ইভেন্ট চক্র চলাকালীন আইসিসি ইভেন্টের আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। আমরা আইসিসির গাইডলাইনগুলির সাথে সামঞ্জস্য রেখে কাজ করব এবং আগামী মাসগুলিতে জোরালো প্রস্তাব জমা দেওয়ার প্রত্যাশায় আছি।'
১৯৯৬ সালে পাকিস্তান সর্বশেষ আইসিসির ইভেন্ট আয়োজন করেছিল ভারত ও শ্রীলঙ্কার সাথে ৫০ ওভারের বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে।
বিডের মাধ্যমে ভবিষ্যতের ইভেন্টের হোস্ট নির্বাচন করার জন্য পরিচালনা কমিটির সিদ্ধান্ত গ্রহণের পরে আইসিসির প্রধান নির্বাহী মনু সাওয়নি ইতোমধ্যেই বেশ কয়েকটি সদস্য দেশ সফর করেছেন।
আইসিসির এক মুখপাত্র বলেন, "২০২৩-৩১ চক্রের জন্য আমরা যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। ২৮ টি অনুষ্ঠানের আয়োজনে ১৮ সদস্যের সাথে আমাদের প্রায় ১০০টি প্রস্তাব রয়েছে।"