promotional_ad

অধিনায়কত্ব হারিয়ে কঠিন সময় পার করছেন হোল্ডার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপে (২০১৯) ভয়াবহ বাজে পারফরম্যান্স করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সীমিত ওভারের নেতৃত্ব হারাতে হয়েছে জেসন হোল্ডারকে। ফলে নতুন ভূমিকায় মানিয়ে নিতে কঠিন লড়াই করতে হচ্ছে তাঁকে।


হোল্ডার মনে করেন, অধিনায়কত্ব হারানোর পর কেবল খেলোয়াড় হিসেবে অভ্যস্ত হওয়াটা বেশ কঠিন। সম্প্রতি টকস্পোর্টসের ক্রিকেট কালেক্টিভ পডকাস্টে একথা বলেছেন তিনি।


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের এই পেসার বলেন, ‘সত্যি কথা বলতে, কেবল একজন খেলোয়াড় হিসেবে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন হচ্ছে। কীভাবে শুধু একজন খেলোয়াড় হিসেবে অভ্যস্ত হতে হবে তা বোঝার চেষ্টা করাটা বেশ কঠিন।’


বিশ্বকাপের আসরে দশ দলের মধ্যে নবম হয়েছিল ক্যারিবীয়রা। এই বিশ্ব আসরে কেবল দুটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে গড়পড়তা পারফরম্যান্স করেছেন হোল্ডারও। আট ইনিংসে তিনি নিয়েছিলেন আট উইকেট। 


গত বছরের সেপ্টেম্বরে উইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় কাইরন পোলার্ডকে।  তাঁর অধীনে ৮ ওয়ানডেতে ৬ উইকেট নেন হোল্ডার। এমন পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজ দলেই তাঁর জায়গা নড়বড়ে হয়ে গেছে। অবশ্য নিজের উপর বিশ্বাস রাখছেন হোল্ডার।


তিনি বলেছেন, ‘পারফরম্যান্স অবশ্যই ওরকম মানের হচ্ছে না, যেমনটা সম্ভবত আমি পছন্দ করতাম। কিন্তু আমি হতাশ হচ্ছি না। নিজেকে চাপে ফেলছি না। খুব বেশি চিন্তাও করছি না। কারণ, নিজের সামর্থ্য সম্পর্কে আমি জানি। আমি জানি, আমি কী করতে পারি। আমি শুধু এটা জানি যে, একটা ভালো ইনিংস, একটা দুর্দান্ত বোলিং প্রদর্শনী খুব কাছেই রয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball