promotional_ad

কর্তন ছাড়াই সম্পূর্ণ বেতন পেল কোহলিরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার বিস্তাররোধে বন্ধ রাখা হয়েছে বিশ্বের পুরো ক্রীড়াঙ্গন। ফলে বন্ধ রয়েছে ২২ গজের লড়াই। একই সঙ্গে আর্থিক ক্ষতির সম্ভাবনা জেগেছে বোর্ডগুলোর। ফলশ্রুতিতে এই ক্ষতি পোষাতে খেলোয়াড়দের বেতন কর্তনের চিন্তা ভাবনা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী কিছু বোর্ড।


করোনার প্রভাব পড়েছে ভারতের ক্রিকেটেও। এর জের ধরে বাতিল হয়ে গেছে কয়েকটি সিরিজ। এমনকি ঘরোয়া সব ধরনের ক্রিকেটও বন্ধ। আইপিএল কবে হবে, বা আদৌ হবে কি না, এখনও বুঝে উঠতে পারছেন না বোর্ড কর্তারা। ফাঁকা স্টেডিয়ামে শেষ পর্যন্ত বাংলা ও সৌরাষ্ট্রের মধ্যে রঞ্জির ফাইনাল হলেও ইরানি কাপ করা সম্ভব হয়নি।



promotional_ad

এহেন পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে নিতে খেলোয়াড়দের বেতন কাটার ইঙ্গিত দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু শেষতক সেটি আর হয়নি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার দেখানো পথে হাঁটলো না বোর্ড।


ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা সব ক্রিকেটারের তিন মাসের বকেয়া মিটিয়ে দিয়েছে বোর্ড। কোনও রকম কর্তন ছাড়াই। এখানেই শেষ নয়। সদ্য শেষ হওয়া আর্থিক বছরের মধ্যে ভারতের সিনিয়র ও ‘এ’ টিমের ম্যাচ ফি-ও মিটিয়ে দিয়েছে বোর্ড।


কিন্তু শঙ্কা আপাতত গেলেও পুরোপুরি কাটেনি। কেননা সব কিছুই নির্ভর করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর। যদি করোনার প্রকোপে আইপিএল, ইংল্যান্ড সিরিজ বাতিল হয়ে যায়, তাহলে অবধারিত ভাবেই চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball