লকডাউন না মানায় ভারতীয় ক্রিকেটারের জরিমানা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। এই লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে জরিমানার কবলে পড়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋষি ধাওয়ান।
এই ক্রিকেটারের বাসস্থান হিমাচলপ্রদেশে। লকডাউন থাকলেও সীমিত পরিসরে নির্দিষ্ট সময়ে গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে গাড়ি নিয়ে বের হতে হলে আগে অনুমতি নিতে হয়।

সময় মতো গাড়ি নিয়ে বের হলেও ঋষির গাড়ির কোনো অনুমতিপত্র ছিল না। সে কারণে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
ঋষি জানিয়েছেন, তিনি ব্যাংকে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। ২০১৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে এই অলরাউন্ডারের। যদিও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। ব্যাট হাতে মোট ১২ এবং একটি মাত্র উইকেট দখল করেছেন তিনি। এখন অবশ্য ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি।