অবসরের ইঙ্গিত দিলেন মাইকেল হোল্ডিং

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৯৮৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। এরপর পুরোদস্তুর ধারাভাষ্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
ব্যাটসম্যানদের ত্রাস হিসেবে পরিচিতি পাওয়া সেই হোল্ডার এবার অবসর নিতে যাচ্ছেন ধারাভাষ্য থেকেও। ৬৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান জানিয়ে দিয়েছেন শীঘ্রই মাইক্রোফোন তুলে রাখতে চান তিনি।বার্বাডোজে ম্যাসন অ্যান্ড গেস্ট নামের একটি রেডিও টক শো’তে এমনটাই জানান হোল্ডিং।

তিন দশক ধরে ধারাভাষ্য দেয়া হোল্ডিং বলেন, '২০২০ সালে আমি আর কতদিন ধারাভাষ্য দিয়ে যাব তা নিশ্চিত নই। এই বয়সে আমি আর নিজেকে এ রাস্তায় দেখতে চাই না। আমার বয়স এখন ৬৬। আমি ৩৬ বা ৫৬ নই।'
১৯৯১ সালে ক্যারিবিয়ান চ্যানেল ট্রান্স ওয়ার্ল্ড ইন্???ারন্যাশনালে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন হোল্ডিং। এরপর জনপ্রিয় স্পোর্টস ভিত্তিক চ্যানেল স্কাই স্পোর্টসে যোগ দেন তিনি। এরপর থেকে দীর্ঘ দিন ধরে এই পেশায় নিয়োজিত আছেন এই ক্যারিবিয়ান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট এবং ১০২টি ওয়ানডে খেলেছেন মাইকেল হোল্ডিং। যেখানে টেস্টে ২৩.৬৮ গড়ে ২৪৯ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে ওয়ানডেতে ২১.৩৬ গড়ে ১৪২ উইকেট নেন এই ডানহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটের মালিক হোল্ডিং।