দেবিকার স্মৃতিতে 'জ্যোতির ইনজুরি' আফসোস

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকমাস আগে শেষ হওয়া নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে হারে বাংলাদেশ। ম্যাচটিতে ইনজুরিতে পড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি।
জ্যোতির ইনজুরিতে পড়ায় ম্যাচটি হারে বাংলাদেশ, এমন কথার সঙ্গে একমত নন বাংলাদেশ নারী দলের সহকারি কোচ দেবিকা পালশেখর। তবে দেবিকার মতে জ্যোতি শেষ পর্যন্ত থাকলে ম্যাচটি নিজেদের করে নিতে পারার সম্ভাবনা ছিল বাংলাদেশের।

৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৯ রানের মধ্যেই দুই উইকেট হারায়। এরপর দলীয় ৩১ রানে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন জ্যোতি। পরে যখন ব্যাটিংয়ে আসেন তিনি, তখন বাকি মাত্র তিন ওভার।
লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে ম্যাচটি আর জেতাতে পারেননি আসরটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা জ্যোতি (চার ম্যাচে ১১৪ রান)। ম্যাচের এক বল বাকি থাকতে ২৬ বলে ২১ রান করে শেষ উইকেট হিশেবে বিদায় নেন তিনি।
দেবিকা বলেন, 'জ্যোতির ইনজুরি আমাদের হারের একটি কারণ হতে পারে, তবে সেটা অজুহাত না অবশ্যই। কেননা আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট লম্বা। কেউ একজন ইনজুরিতে পড়লে যে ম্যাচ হারতে হবে, এমনটা না।
সে ইনজুরিতে পড়ার পর দুজন ব্যাটসম্যান রানআউট হয়ে যায়। এটা হারের বড় কারণ হতে পারে। এরপর জ্যোতি যখন পুনরায় মাঠে আসে, তখন মাত্র তিন ওভার বাকি ছিল। অবশ্য সে যদি পুরো সময়টা থাকতো তাহলে হয়তো পার্থক্য গড়ে দিতে পারত।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারে বাংলাদেশ। এই ম্যাচটি হেরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা থামে মেয়েদের। তারপরের ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হারে বাংলাদেশ।