আইনি লড়াইয়ে যাচ্ছেন না উমর আকমল

ছবি: ছবিঃ- পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আইনি লড়াইয়ে যাচ্ছেন না উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তার ওপর যেসব অভিযোগ এনেছিল তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না তিনি। উল্টো দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে শুনানির আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন উমর।
আপাতত প্রক্রিয়া বাকি আছে ২টি। যার একটিতেও ভূমিকা রাখতে পারবেন না তিনি। পিসিবির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহান নিশ্চিত করবেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো।

এরপরই ঘোষণা দেবেন শাস্তির। ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল পিসিবি। অভিযাগ নিশ্চিত হলে ৬ মাস থেকে আজীবন নিশিদ্ধ পর্যন্ত হতে পারেন পাকিস্তানি এই ক্রিকেটার।
চলতি বছর ২০ ফেব্রুয়ারি থেকে সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে আছেন উমর।আইনি লড়াইয়ে না যাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
এই সিদ্ধান্তের কারণেই শাস্তি একটু হলেও কম পেতে পারেন উমর। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার পর থেকেই নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ক্রিকেটারকে। বেশ কয়েকবার শৃঙ্খলাভঙ্গের ঘটনাতেও জড়িয়েছেন তিনি।
ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও বার বার হারিয়ে গেছেন উমর। ফিরে এসেও দলে জায়গা পাকাপক্ত করতে পারেননি তিনি। তবে এবার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান।