স্মিথের বিবেচনায় উপমহাদেশের সেরা স্পিনার জাদেজা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
উপমহাদেশের ফিঙ্গার স্পিনারদের মধ্যে বর্তমান সময়ে অন্যতম সেরা স্পিনার রবীন্দ্র জাদেজা, এমনটা মনে করছেন স্টিভ স্মিথ। উপমহাদেশের মাটিতে ভারতের অলরাউন্ডারের স্পিন খেলতে কষ্ট হয় তাঁর, এটাও জানিয়েছেন স্মিথ।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, লেগ স্পিনারদের থেকে ফিঙ্গার স্পিনারদের তুলনামূলক চ্যালেঞ্জিং সময় পার করতে হয়। বলের গতি নিয়ন্ত্রণ করাটাও ফিঙ্গার স্পিনারদের জন্য বেশ কষ্টসাধ্য।

স্মিথ বলেন, 'লেগ স্পিনারদের গুগলি বা স্লাইডার খেলা বেশ কষ্ট। ফিঙ্গার স্পিনারদের একটু বেশি কষ্ট করতে হয়। বলের গতি নিয়ন্ত্রণ করাটা তাদের জন্য কষ্টের। খুব কম স্পিনারই সেটা পারে। ভারতে এই কাজটা খুব ভালো পারে জাদেজা। তাঁকে খেলা অনেক কঠিন।'
একইসঙ্গে ভারতে টেস্ট সিরিজ জেতার আশা ব্যক্ত করেন স্মিথ। অ্যাশেজ এবং বিশ্বকাপের পর ভারতের মাটিতে খেলাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং স্মিথের জন্য।
তিনি আরও বলেন, 'ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে চাই আমি। অজি ক্রিকেটার হিসেবে অ্যাশেজ এবং বিশ্বকাপ নিয়ে আমরা সবসময় কথা বলি।
এখন ভারতের মাটিতে টেস্ট সিরিজও সমান গুরুত্ব পায়। সেখানে গিয়ে ৫ দিন টেস্ট খেলা অনেক কঠিন, পাশাপাশি টেস্টের এক নম্বর দল ভারত। তাই আমি ভারতেই টেস্ট সিরিজ জিততে চাই।'