১৫ বছর আগে এদিন ধোনিকে চিনেছিল বিশ্ব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৫ সালের ৫ এপ্রিল বিস্ফোরক এক উইকেটরক্ষক ব্যাটসম্যানের দেখা পেয়েছিল ক্রিকেট বিশ্ব। মারকুটে ব্যাটিংয়ে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একাই শাসন করেছিলেন। পরবর্তীতে তিনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে মর্যাদা পান। তিনি মহেন্দ্র সিং ধোনি।
১৫ বছর আগে আজকের এই দিনে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল ধোনির।

ক্যারিয়ারের প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই তিনি আউট হয়েছিলেন। এরপরের তিনটি ওয়ানডেতে যথাক্রমে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১২, ৭, ৩ রান করে আউট হন তিনি। এর ফলে ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কাটাছেঁড়া শুরু হয়।
যদিও এমন পরিস্থিতিতে ধোনির উপর ভরসা রেখেছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর পরামর্শেই পাকিস্তানের বিপক্ষে ধোনিকে নামানো হয় তিন নম্বরে। ব্যাট হাতে নেমে অধিনায়কের সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি।
বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ম্যাচের চতুর্থ ওভারে রান আউট হয়ে যান ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। এরপর ব্যাটিংয়ে নামেন ধোনি।
শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে ১২৩ বলে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। সেদিনই প্রথম ধোনিকে চিনেছিল বিশ্ব। সেই ম্যাচে ভারত জয় পেয়েছিল ৫৮ রানের ব্যবধানে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৫৬ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৯৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। আশিষ নেহরা ৪টি এবং যুবরাজ সিং ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন সেদিন।