ব্র্যাথওয়েটের চার ছক্কার চার বছর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৬ সালের ৩ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে টানা চার ছক্কায় ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ক্যাবিয়ীদের জিতিয়ে মাঠ ছেড়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট।
কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচের শেষ মুহূর্তে ধারাভাষ্যে ছিলেন ইয়ান বিশপ। তাঁর কণ্ঠে ‘কার্লোস ব্র্যাথওয়েট, কা...র্লো..স ব্র্যাথওয়েট, রিমেম্বার দা নেম...' বাক্যটি ক্রিকেট গল্পগাঁথারই অংশ হয়ে গেছে।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নানা চড়াই উতরাই পেরিয়ে শেষ ওভারে ১৯ রানের সমীকরণে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের ওভারের শেষ বলে রান নিতে না পারায় ৮৫ রান নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে যান মারলন স্যামুয়েলস। ফলে স্ট্রাইক পান ব্র্যাথওয়েট।
তাঁর রান তখন ৬ বলে ১০। স্টোকসের করা শেষ ওভারের প্রথম বলে লেগ স্টাম্পের বাইরে বল পেয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন ব্র্যাথওয়েট। দ্বিতীয় বলটি ইয়র্কার দিতে চেয়েছিলেন স্টোকস।
সেই বল লং অনের উপর দিয়ে ছক্কা মারেন ব্র্যাথওয়েট। তৃতীয় বলটি মিডল স্টাম্পের উপর করেছিলেন স্টোকস। সেই বলেও লং অফ দিয়ে ছক্কা মারেন ব্র্যাথওয়েট। যদিও বলটি লং অনের দিকে ঘুরিয়েছিলেন তিনি। টাইমিং গরবর হয়ে বল চলে যায় লং অফে।
এই ছক্কার পরই দুই দলের স্কোর সমান হয়ে যায়। জিততে ওভারের বাকি তিন বলে প্রয়োজন ছিল মাত্র ১ রান। পরের বলটিও গ্যালারিতে পাঠিয়ে বিশ্বজয়ের উন্মাদনায় মাতেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ৪ উইকেটের জয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।