লুইসের মৃত্যুতে আইসিসির শোক

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
না ফেরার দেশে ফিরে গেলেন ডাকওয়ার্থ-লুইস (বৃষ্টি আইন) পদ্ধতির একজন যৌথ উদ্ভাবক টনি লুইস। বুধবার (১ এপ্রিল) ৭৮ বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে শোক প্রকাশ করেন আইসিসি মহাপরিচালক জিওফ অ্যালার্ডাইস।

বিবৃতিতে আইসিসি মহাপরিচালক বলেন, "ক্রিকেটে টনির অবদান অনস্বীকার্য। ক্রিকেটে তাঁর অবদানের কথা সর্বদা মনে থাকবে এবং আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাই।'
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ইসিবি বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইসিবি জেনেছে যে টনি লুইস ৭৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুতে ইসিবি শোকাহত।’
ওয়ানডে ক্রিকেটের জন্য ১৯৯৭ সালে সতীর্থ গণিতবিদ ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থকে সঙ্গে নিয়ে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি আবিস্কার করেন টনি লুইস।
যেসব ক্রিকেট ম্যাচে লম্বা সময় ধরে বৃষ্টি হানা দেয়, সেসব ম্যাচে যারা পরে ব্যাটিং করবে তাদের লক্ষ্য নির্ণয় করার জন্য এই ফর্মুলা ব্যবহার করা হয়।
আইসিসি আনুষ্ঠানিকভাবে ডি-এল পদ্ধতি গ্রহণ করে ১৯৯৯ সালে। এই ঘটনার ১৫ বছর পর, ২০১৪ সালে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির নাম পরিবর্তন করে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন বা ডিএলএস পদ্ধতি রাখা হয়। অস্ট্রেলিয়ার অধ্যাপক স্টিভেন স্টার্ন এই পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনেন বলেই নাম পরিবর্তন করা হয়।