এক দিনে দুই ম্যাচ খেলতে রাজি মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে ইংল্যান্ডে সব ধরণের পেশাদার ক্রিকেট বন্ধ রয়েছে। ক্রিকেট আবার মাঠে গড়ালে তাদের সূচি বিপর্যয়ে পড়তে হবে। এর ফলে একই দিনে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলতে দেখা যেতে পারে ইংল্যান্ড দলকে।
এমনটা হলে সমস্যার কিছু দেখছেন না ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। করোনা ভাইরাসের কারণে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড।

কদিন পরেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংলিশদের।
এমন ব্যস্ত সূচিতে একই দিনে দুই ম্যাচ খেলাকে সমর্থন দিচ্ছেন মরগান। তিনি বলেছেন, 'এই ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রতিটি বিকল্পই কার্যকর হতে পারে। অবশ্যই আমার এরকম (এক দিনে দুই ম্যাচ) কিছুর অভিজ্ঞতা কখনো হয়নি। অন্য কারও হয়েছে বলেও মনে হয় না। যত বেশি সম্ভব ক্রিকেট খেলার সুযোগ যদি পাওয়া যায়, তাহলে আমি মনে করি, প্রতিটি খেলোয়াড় তাতে সমর্থন দেবে। আমি তো অবশ্যই।'
যদিও এমন পরিস্থতিতে ক্রিকেট নিয়েই ভাবতে পারছেন না মরগান। শঙ্কা নিয়ে তিনি বলেছেন, 'এই মুহূর্তে সময়গুলো অনিশ্চিত। ভাইরাসটি কী ধরনের প্রভাব ফেলছে, সংক্রমণ বাড়বে নাকি কমবে, লোকে এসব দেখার অপেক্ষায় আছে। বাস্তবিক অর্থে খেলার কথা আমরা ভাবতেই পারি না, মহামারীর পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কখন আমাদের প্রথম ম্যাচ হবে বা কয়টি ম্যাচ খেলব...। এটা যতটা অদ্ভূতুড়ে বলে মনে হচ্ছে, ততটাই গুরুতর।'
ইংল্যান্ড যদি একই দিনে দুই ম্যাচ খেলতে নামে তাহলে অবাক হওয়ার কিছু নেই। তারা এর আগেও এক দিনে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ১৯৩০ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের দুটি দল একইসঙ্গে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে!