বড় অঙ্কের অর্থ দান করলেন রাহানে

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী আকার ধারণ করা করোনার বিরুদ্ধে লড়তে এগিয়ে আসছেন ক্রিকেটাররা। একক এবং যৌথ প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন করোনার বিরুদ্ধে যুদ্ধের রসদ যোগাতে। কেউ সরাসরি অর্থ দিয়ে সাহায্য করছেন, কেউ বা বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করছেন করোনা মোকাবেলায়। এবার ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ ভারতীয় রুপি দান করেছেন অজিঙ্কা রাহানে।
ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের এই দানের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম পিটিআই। কিছুদিন আগে ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের দরিদ্র জনগণকে ৫০ লাখ রুপির চাল বিতরণ করেন।

অপরদিকে ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান বারোদা পুলিশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪০০ মাস্ক বিতরণ করেছেন। ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারও দান করেছেন বড় অঙ্কে।
বৈশ্বিক এই বিপর্যয়ের সময় ত্রাণ তহবিলে ৫০ লাখ ভারতীয় রুপি দান করেন শচিন। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভির তাঁর রাজনৈতিক দলের পক্ষ হতে দান করেন এক কোটি ভারতীয় রুপি।
এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের ২৭ জন খেলোয়াড় করোনা মোকাবেলায় সরকারের ত্রাণ তহবিলে ৩১ লাখ টাকা অনুদান দেন। বাংলাদেশের দেখাদেখি পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়রাও এগিয়ে আসেন বৈশ্বিক এই বিপর্যয় সামলাতে।