আইসোলেশনে যা করছেন কোহলি-ধাওয়ানরা

ছবি: নিজের ছেলের সঙ্গে খেলায় মগ্ন ধাওয়ান

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা আতঙ্কে সেলফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টিনে অবস্থান করছে ভারতের ক্রিকেটাররা। এ সময় নানানভাবে সময় পার করছেন তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের কাটানো সময়ের ভিডিও দিচ্ছেন অনেকেই।
কয়েকদিন আগেই জার্মানি থেকে এসেছে ভারতের ওপেনার শিখর ধাওয়ান। হোম কোয়ারেন্টিনে নিজের ছেলের সঙ্গে 'পিলো ফাইটে' মেতে উঠেছেন তিনি।

আরেক ভারতীয় ওপেনার লোকেশ রাহুল সময় কাটাচ্ছেন বই পড়ে, প্লে স্টেশন এবং আই প্যাডে গেম খেলে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার ইশান্ত শর্মা এমন সময়ে ঘরে থাকার গুরুত্ব বুঝিয়ে ছবি আপলোড করছেন।
টিকটকে ভিডিও আপলোড করছেন আরেক পেসার মোহাম্মদ শামি। যেখানে দেখা যায়, ড্রাকুলা সেজে সমর্থকদের বিনোদন দিচ্ছেন তিনি।
বিরাট কোহলি সময় পার করছেন তাঁর স্ত্রী আনুশকা শর্মার সাথে। সেলফ আইসোলেশনের কারণে নিজের দাম্পত্য জীবন আরও সুখময় হচ্ছে, এমনটা লিখেছেন ভারতের অধিনায়ক।
এই সময় ধ্যান করে পার করছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ছায়া ব্যাটিং অনুশীলন করেও সময় যাচ্ছে তাঁর। এমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।