promotional_ad

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভারতীয় কোচ বরখাস্ত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যৌন হেনস্থার দায়ে বরখাস্ত করা হয়েছে বারোদা নারী ক্রিকেট দলের প্রধান কোচ অতুল বেদাদকে। ভারতের সাবেক এই ব্যাটসম্যান বিভিন্ন সময়ে বারোদা নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের দৈহিক গড়ন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।


অভিযোগের ভিত্তিতে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) তাকে আপাতত বরখাস্ত করেছে। তদন্তের পর তার বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিসিএ।



promotional_ad

ফেব্রুয়ারিতে হিমাচল প্রদেশে সিনিয়র নারী ওয়ানডে টুর্নামেন্ট চলাকালীন বারোদা নারী ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার অতুলের বিরুদ্ধে অশালীন ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগ করে। সেটা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেয় বিসিএ।


এদিকে আত্মপক্ষ সমর্থন করে তাৎক্ষনিকভাবে অতুল বলেন, ‘এটা আমার কাছে বাজে রকমের ধাক্কা। এ সকল কথাবার্তা ভিত্তিহীন, বানোয়াট এবং পুরোপুরি মিথ্যা অভিযোগ। আমি শীঘ্রই আনুষ্ঠানিক বার্তা দেব।’


৫৩ বছর বয়সী অতুল নব্বই দশকে ভারতের হয়ে খেলেন। ১৩টি ওয়ানডে খেলে মোট ১৫৮ রান করেন তিনি। ঘরোয়া ক্যারিয়ারেও উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি তিনি।



গত বছর বারোদা নারী ক্রিকেট দলের কোচ হিশেবে নিয়োগ পান অতুল। এর আগে বারোদা পুরুষ দলের দায়িত্বে ছিলেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball