যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত ওয়াকার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৬ সালে প্রথমবারের মতো পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান ওয়াকার ইউনুস। পরবর্তীতে ২০১০ সালে তাঁকে প্রধান কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে সরে যান সাবেক এই পেসার। তবে প্রধান কোচের দায়িত্ব ছাড়লেও পিসিবি তাঁকে আবারো বোলিং কোচ হিসেবে মনোনীত করে। পিসিবির সঙ্গে ওয়াকারের চুক্তির মেয়াদ তিন বছরের।

তবে এই সময়ের মধ্যে কোচ হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে না পারলে চাকরি ছাড়তে প্রস্তুত কিংবদন্তি এই পেসার। নিজেকে যোগ্য মনে না হলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াবেন বলে জানান তিনি।
ওয়াকার বলেন, 'এক বছর যাওয়ার পর আমি নিজের পারফরম্যান্স দেখব। পরিষ্কার করেই বলছি, যদি মনে হয় আমি এই চাকরির জন্য যথেষ্ট যোগ্য নই, যদি মনে হয় আমি এখানে ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি, তবে পদত্যাগ করে সরে যাব। তিন বছরের চুক্তি আছে বলেই আমাকে সেটা শেষ করতে হবে, এমন নয়।'
৪৮ বছর বয়সী ওয়াকারের লক্ষ্য তরুণ পেসারদের আগামীদিনের জন্য প্রস্তুত করা। একই সঙ্গে টেস্টের জন্য একটি শক্তিশালী এবং থিতু বোলিং লাইন আপ গঠন করতে চান তিনি।
ওয়াকারের ভাষ্যমতে, 'আমার কিছু লক্ষ্য আছে, তরুণ ফাস্ট বোলারদের আমি গড়ে তুলতে চাই। আমার চিন্তা হলো, টেস্ট ক্রিকেটের জন্য একটা থিতু বোলিং আক্রমণ দাঁড় করানো। আর সাদা বলের ফরমেটে রোটেশন পদ্ধতি চলবে। সেখানে আমরা ফর্ম অনুযায়ীই সুযোগ দেব।’