রিজার্ভ ডে থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে?

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখতে চায় আয়োজকরা। এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় প্রস্তাব উত্থাপন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
করোনাভাইরাসের প্রকোপের কারণে আইসিসির পরবর্তী সভা কখন হবে সেটা এখনও ঠিক হয়নি। তবে সেই সভায় এই প্রস্তাব রাখতে যাচ্ছে সিএ, এমনটা আভাস পেয়েছে আইসিসিও।

আইসিসির প্রধান নির্বাহী কেভিন রবার্টস মিডিয়াকে বলেন, 'ইতোমধ্যেই কিছু সাজেশন আমাদের কাছে এসেছে। সেটা হচ্ছে সেমিফাইনাল ম্যাচের রিজার্ভ ডে রাখা নিয়ে। মেয়েদের আসরে রিজার্ভ ডে ছিল না বলে অনেক বিতর্ক হয়েছে।'
কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর গ্রুপ পর্বে পয়েন্ট বেশি থাকায় সরাসরি ফাইনালে চলে যায় ভারত।
ফলে সেমিফাইনাল না খেলেই বিদায় নিতে হয় ইংল্যান্ডকে। এই ঘটনার পর সমালোচনার রোষানলে পড়ে আইসিসি। পুরুষদের বিশ্বকাপে রিজার্ভ ডে রাখা নিয়ে সিএ এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব না দিলেও এনিয়ে ভাবছে আইসিসি।