promotional_ad

সরে দাঁড়ালেন ওয়ার্নার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলতি মাসের জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একশ বলের টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেডের'। নতুন আঙ্গিকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভের হয়ে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের। তবে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।


অবশ্য করোনাভাইরাস আতঙ্কের কারণে নয়, বরং দেশের হয়ে খেলার ইচ্ছা থেকেই ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। আগামী আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সেই সিরিজে খেলতে মুখিয়ে আছেন ওয়ার্নার।



promotional_ad

গত বছরের অক্টোবরে এক লাখ ২৫ হাজার পাউন্ড দিয়ে ওয়ার্নারকে দলে ভেড়ায় সাউদার্ন ব্রেভ। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বিপুল এই অর্থ পাচ্ছেন না তিনি। তবে শুধু ওয়ার্নার নন, জানা গেছে আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সরে দাঁড়াতে পারেন টুর্নামেন্টটি থেকে। 


এদিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে এরই মধ্যে টুর্নামেন্টটি পিছিয়ে দেয়া হয়েছে। ফলে ওয়ার্নারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 


এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে ভাইরাসটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেট সিরিজও বাতিল করা হয়েছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball