বাংলাদেশকে শ্রীলঙ্কা বললেন পাকিস্তানি সাংবাদিক

ছবি: ছবিঃ পিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হওয়ার পর নাসিম শাহর হ্যাটট্রিকে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ১২৬ রান।
বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানি সাংবাদিকের হাস্যকর ভুল আলোচনার খোরাক জুগিয়েছে। এদিন পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসেন বাবর আজম।

তাঁকে চতুর্থ দিনের পরিকল্পনা জানতে চেয়ে পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, 'পরিকল্পনা কি? শ্রীলংকাকে কাল...'
প্রশ্নের মাঝ পথেই পাকিস্তানি সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেছেন, 'শ্রীলংকা না, বাংলাদেশ! আমরা পরে অসাধারণ বোলিং করেছি। আমাদের লক্ষ্য থাকবে ওদের ব্যাটসম্যানদের যতদ্রুত সম্ভব আউট করা যায়।'
এমন ভুল এবারই প্রথম নয়। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একই ভুল করেছিলেন পাকিস্তানের এক সাংবাদিক। সেদিন রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৩৩ রান করে আউট হন লঙ্কান ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা।
এর আগে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন ৬৭ রানের জুটি। দ্বিতীয় দিনে শুধু ডিকওয়েলার উইকেটই নিয়েছিল পাকিস্তান। অন্যদিকে ধনঞ্জয়া মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে। সংবাদ সম্মেলনে সেই সংবাদকর্মী ডিকওয়েলাকে ধনঞ্জয়া ভেবে প্রশ্ন করেন।
ভুল ধরিয়ে দিয়ে ডিকওয়েলা বলেছেন, ‘আমি ডি সিলভা নই ডিকভেলা।’ কিন্তু এরপরও কাজ হয়নি। সেই সংবাদকর্মী বলে যান, ‘এমন কন্ডিশনে এই উইকেটে আপনি ভালো খেলেছেন। সেঞ্চুরি তুলে নেওয়ার আশা করেন?’