promotional_ad

ভারতের রান মেশিনকে থামালেন শরিফুল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী।


ভারতের রান মেশিনকে থামালেন শরিফুলঃ


শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন জেসওয়াল। আসরে চতুর্থ হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া এই ওপেনারকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল। যাওয়ার আগে আটটি চার ও একটি ছক্কায় ৮৮ রান করেন জেসওয়াল।


এরপরের বলেই সিদেশ বীরকে লেগ বিফোর উইকেটের মাধ্যমে ফেরান শরিফুল।


১০০'র পর ভারতের দুই উইকেটের পতনঃ



promotional_ad

৬৫ বলে ৩৮ রান করা তিলক বার্মাকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। এরপর উইকেটে আসেন অধিনায়ক প্রিয়ম গার্গ। ৯ বলে ৭ রান করা গার্গকে ফেরান রকিবুল হাসান। দাপুটে বোলিং অব্যাহত রেখেছে বাংলাদেশ।


২৫ ওভারেও একশ করতে পারেনি ভারতঃ


সাক্সেনা ফেরার পর হাল ধরেন ইয়াশ জেসওয়াল ও তিলক বার্মা। ধীরগতিতে ইনিংস মেরামতের কাজ চালাচ্ছেন তারা। দুর্দান্ত বোলিং আক্রমণ অব্যাহত রেখেছে বাংলাদেশ।


ভারতকে চাপে ফেলে উইকেট আদায় করেছে বাংলাদেশঃ


ম্যাচের শুরু থেকেই ক্রমাগত ভালো বোলিং করে বাংলাদেশ। রান তুলতে ব্যর্থ হয় ভারতের ওপেনাররা। তানজিম হাসান সাকিব প্রথম তিন ওভারে মাত্র একটি ওয়াইড দেন। এরমধ্যে টানা ১৭টি ডট বল দেন তিনি।


চাপে পড়া ভারতের উইকেট আদায় করে বাংলাদেশ। ওপেনার দিবিনাশ সাক্সেনার উইকেট আদায় করে নেন অভিষেক দাস। ১৭ বলে দুই রান করে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাক্সেনা।



সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ ১৫৬/৫ (৪০ ওভার)
(জুরেল ১৪*) 


বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ একাদশঃ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।


ভারত অনূর্ধ্ব -১৯ একাদশঃ ইয়াশ জেসওয়াল, দিবিনাশ সাক্সেনা, তিলক বার্মা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), প্রিয়ম গার্গ (অধিনায়ক), সিদেশ বীর, অথর্ব আনকলিকার, রবি বিস্ময়, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি ও আকাশ সিং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball