promotional_ad

ব্যাটিংয়ে শচিন, বোলিংয়ে পেরি

ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বুশফায়ার ক্রিকেট ব্যাশের ইনিংস বিরতি চলাকালে এক ওভার ব্যাটিং করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। তাঁর বিপক্ষে বোলিং করেছেন অস্ট্রেলিয়ার প্রমীলা অলরাউন্ডার এলিস পেরি।


পেরি'র প্রথম বলেই চার হাঁকান শচিন। এরপরের বলে নেন দুই রান। তারপর পেরির করা আরও দুই বলে কোনও রান নেননি শচিন। পেরি অবশ্য পুরো ওভার শেষ করেননি।



promotional_ad

শেষ দুটি বল করার জন্য অ্যানাবেল সাদারল্যান্ডের হাতে বল তুলে দেন তিনি। অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী এই পেসারের করা শেষ দুই বলেও আর কোনও রান করেননি টেন্ডুলকার।


এই ম্যাচে শচিন পন্টিং একাদশের কোচ হিসেবে নিযুক্ত আছেন। এ ছাড়া গিলক্রিস্টের দলের কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।


কোচ শচিন ব্যাটিংয়ে নামবেন বা গত এক দশকের সেরা প্রমীলা অলরাউন্ডার পেরি তাঁকে বোলিং করবেন- এমনটা অবশ্য আগেই ঠিক করে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এনিয়ে টুইটারেও উচ্ছ্বাস প্রকাশ করেন শচিন ও পেরি।



এর আগে টস হেরে আগে ব্যাটিং করা পন্টিং একাদশ নির্ধারিত দশ ওভারে করেছে পাঁচ উইকেটে ১০৪ রান। জবাবে ব্যাটিং করছে গিলক্রিস্ট একাদশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball