promotional_ad

একই রঙের জার্সিতে খেলবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে ফরম্যাটে চিরাচরিত সবুজ জার্সিতে খেলে থাকে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। কিন্তু বছরের অন্তত একটি দিন গোলাপি রঙয়ের জার্সিতে দেখা যায় প্রোটিয়াদের। ‘পিঙ্ক ওয়ানডে’ খ্যাত এই ম্যাচে এবার প্রোটিয়াদের পাশাপাশি ইংল্যান্ডও গোলাপি জার্সি পরে মাঠে নামবে।


রবিবার (৯ ফেব্রুয়ারি) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে এই বিরল দৃশ্য দেখা যাবে। এই ম্যাচ উপলক্ষে ইতোমধ্যেই জার্সি প্রস্তুত করেছে নিউ ব্যালেন্স।



promotional_ad

জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ক্রিকেট বিভাগের প্রধান লিয়াম বার্নস বলেন, ‘গত চার বছর ধরে দক্ষিণ আফ্রিকাকে আমরা গোলাপি জার্সি সরবরাহ করছি। প্রথমবারের মতো দুই দলই এবার বিশেষ জার্সিতে খেলতে নামছে। এটি একটি স্মরণীয় মুহূর্ত।’


স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে ২০১১ সালে ‘গোলাপি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংশ্লিষ্টরা। এই ম্যাচ থেকে পাওয়া অর্থ চলে যায় শার্লোট্টে ম্যাক্সেকে ব্রেস্ট কেয়ার ক্লিনিক হাসপাতালে এবং খরচ করা হয় মরণব্যাধিতে আক্রান্তদের চিকিৎসায়।


স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ র‌্যান্ড আয়ের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় গোলাপি ওয়ানডে। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ‘পিঙ্ক ড্রাইভ’ ক্যাম্পেইনে কেবল ক্রিকেটাররা নয়, দেশের অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়।



তিন ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball