promotional_ad

সেট হয়ে উইকেট ছুঁড়লেন শান্ত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।


সেট হয়ে উইকেট ছুঁড়লেন শান্তঃ


লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই ফিরে যান শান্ত। মোহাম্মদ আব্বাসের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। আব্বাসের ওভারের শেষ বলটি খোঁচা দিলে উইকেটরক্ষকের গ্লাভসে চলে যায় বল।


নড়বড়ে শুরু, একাই লড়ছেন শান্তঃ



promotional_ad

প্রথম সেশনে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। একাই লড়াই চালিয়ে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত।


অর্ধশত রানের জুটি গড়ে ফিরলেন মুমিনুলঃ


তিন রানের মধ্যে দুই উইকেট পড়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক মুমিনুল হক। ব্যক্তিগত ৩০ রানে শাহিন আফ্রিদির বলে ফিরে যান তিনি।


সাজঘরে দুই ওপেনারঃ


টেস্ট ক্যারিয়ারে মোকাবেলা করা দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান। শাহিন আফ্রিদির বলে আসাদ শফিককে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।



এরপরের ওভারে ফিরে গেছেন তামিম ইকবাল। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তামিম (৩)। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে তামিমকে বিদায় করেন পাকিস্তানের অধিনায়ক। কয়েকদিন আগে বিসিএলে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো তামিম এই ইনিংসে করেন ৩ রান।


সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৯৮/৪ (৩৬ ওভার)
(মাহমুদউল্লাহ ১৭*, মিঠুন ২*)


বাংলাদেশ একাদশঃ  তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি ও রুবেল হোসেন।


পাকিস্তান একাদশঃ শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball