নতুন অধিনায়কে দক্ষিণ আফ্রিকার শুভযাত্রা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্ব পেয়ে সেঞ্চুরি হাকিয়ে দল জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইটন ডি কক। কেপটাউনে দিবা রাত্রির ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা।
আগেও দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেছেন ডি কক। তবে এবার আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পেয়েছেন তিনি। আর তাতেই ইংল্যান্ডের বিপক্ষে খেললেন ১১৩ বলে ১০৭ রানের অসাধারণ একটি ইনিংস।
২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টেম্বা বাভুমা খেলেন ১০৩ বলে ৯৮ রানের ইনিংস। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ক্রিস জর্দানের বলে লেগ বিফোর উইকেটের শিকার হতে হয়েছে তাঁকে।

শেষদিকে ৪৫ বলে ৩৮* রানের ইনিংস খেলে ১৪ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ভ্যান ডার ডাসেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে আট উইকেটে ২৫৮ রান। স্কোরবোর্ডে ১৩১ রান তুলতেই ছয় উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর ৯১ রানের জুটি গড়েন জো ডেনলি এবং ক্রিস ওকস। ওকস ৪০ রানে ফিরে গেলেও লড়াই চালিয়ে যান ডেনলি। শেষ ওভারে বিদায় নেয়ার আগে তিনি করেন ৮৭ রান।
বিশ্বকাপজয়ী ইংল্যান্ড এই ম্যাচে সুযোগ দিয়েছে টম বেন্টন, ম্যাট পারকিনসনদের তরুণদের। যদিও আশানরুপ ফল পায়নি তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৮ রান খরচায় তিন উইকেট নেন তাবরাইজ শামসি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ২৫৮/৮ (৫০ ওভার)
(ডেনলি ৮৭, ওকস ৪০; শামসি ৩/৩৮)
দক্ষিণ আফ্রিকাঃ ২৫৯/৩ (৪৭.৪ ওভার)
(ডি কক ১০৭, বাভুমা ৯৮; জর্দান ১/৩১)