promotional_ad

এক নয়, তিন টেস্টের দল দিয়েছে বিসিবি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান নির্বা???ক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য রবিবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


যদিও একদিন আগেই শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে এক টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য ছিল শুধু রাওয়ালপিন্ডি টেস্টের দল ঘোষণা করেছে তারা। নান্নু নিশ্চিত করেছেন, এটি ভুল ছিল। তারা আগামী তিন টেস্টেরই দল ঘোষণা করেছেন।



promotional_ad

নান্নু বলেছেন, 'আমরা তিন টেস্টেরই দল দিয়েছি। আমরা ভুলে এক টেস্টের বলেছি। আমাদের টেস্ট দলে মুশফিক নেই। সে ইনজুরি সেরে উঠলে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে দলের অন্তর্ভূক্ত করা হবে।'


ফ্রেব্রুয়ারিতে পাকিস্তানে একটি টেস্ট খেলে এসেই জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলতে হবে মুমিনুল হকের দলকে। এরপর এপ্রিলে আবার পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। 


৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে এক দফা পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ। প্রথম দফায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি পাকিস্তান জিতে নিলেও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।



বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball