promotional_ad

মুলতান টেস্টের দুঃসহ স্মৃতি রোমন্থন করলেন সুজন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০০৩ সালের ৬ সেপ্টেম্বর দিনটি কখনোই ভুলতে পারবেন না খালেদ মাহমুদ সুজন। কারণ এই দিনই পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল ২৬১ রান, হাতে সময় প্রায় আড়াই দিন।


এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ঠিক তখনই টেইলএন্ডারদের নিয়ে শুরু হয় অধিনায়ক ইনজামাম-উল হকের লড়াই। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পথে একাই কাঁটা হয়ে দাঁড়ান তিনি। অপরাজিত ১৩৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ইনজামাম। 



promotional_ad

মুলতান টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করা খালেদ মাহমুদ সুজন সেই স্মৃতির পুনরাবৃত্তি চান না কখনোই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে যেন এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয় বর্তমান বাংলাদেশ দলকে সেটাই প্রত্যাশা তাঁর। 


জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'সেই স্মৃতি মোটেই শুভকর ছিল না। ২০০৩ এ আমরা মুলতান টেস্টটি জিততে জিততে হেরে গেছি, শুভকর কোনোভাবেই নয়। আমি চাই সেই হারার স্মৃতিটি যেন না আসে আবারো এবং আমরা জিততে পারি। আমি মনে করি বাংলাদেশের এখন সেই সামর্থ্য আছে যেকোনো দলের সঙ্গে ভালো প্রতিযোগিতা করার, সেটা টি-টোয়েন্টি হোক কিংবা ৫০ ওভারের ক্রিকেট হোক।'  


মুলতান টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজেও প্রতিযোগিতা করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের। প্রথম টি-টোয়েন্টির আগে তিনি বলেন, 'আমরা অনেক প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলাম পাকিস্তানে সেই সিরিজটিতে (মুলতান টেস্ট)। আমি বিশ্বাস করি এখানেও প্রতিযোগিতা হবে এই টি-টোয়েন্টি ফরম্যাটে।'



শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচটি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball