শীর্ষে কোহলি, দুইয়ে রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। এই র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৮৩ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন কোহলি। তাতে কোহলির রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৮৬।
একই সিরিজে ১৭১ রান করেন রোহিত। রোহিতের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৮। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম।
র্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে শিখর ধাওয়ানের। তাঁর বর্তমান অবস্থান ১৫ নম্বরে। আরেক ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ২১ ধাপ এগিয়েছেন। তাঁর অবস্থান পঞ্চাশে।
এই সিরিজে সর্বোচ্চ ২২৯ রান করেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ২৩ নম্বরে পৌঁছে গেছেন তিনি। একধাপ উন্নতি হয়ে ছয় নম্বরে পৌঁছেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এক ধাপ উন্নতি হয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চেরও। তাঁর অবস্থান ১০ নম্বরে।
