মাহমুদউল্লাহ'র বাংলাদেশ কঠিন প্রতিপক্ষঃ এহসান

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছে পাকিস্তানের তারুণ্যনির্ভর দল। দলটির তরুণ ওপেনার এহসান আলি মনে করছেন, দুই দলই লড়বে সমানে সমানে!
মিডিয়াকে এহসান বলেন, 'বাংলাদেশ দল যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তারা অনেক উন্নতি করেছে। তাদের মাহমুদউল্লাহর মতো ক্রিকেটার আছে, যিনি একজন অসাধারণ ব্যাটসম্যান।

তারা সব ক্ষেত্রেই উন্নতি করেছে এবং দল হিসেবেও তারা বিশ্বসেরা। তাই আমার মনে হয় আমাদের দুই দলের মধ্যে কঠিন লড়াই হবে। আমি সমর্থকদের বলব মাঠে এসে আমাদের সমর্থন করতে।'
২৬ বছর বয়সী এহসান এবারই জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে দলে জায়গা পাকাপোক্ত করার কথাও জানিয়েছেন তিনি।
'এমন বড় একটি সুযোগ পেয়ে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। পাকিস্তানের হয়ে খেলা সব ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে।
আমি পিএসএলে চাপ নিয়ন্ত্রণ করে খেলেছি। তাই এখন আমার ওপর কোনো বাড়তি চাপ নেই। আমি ভালো করার চেষ্টা করব এবং দলে জায়গা পাকাপোক্ত করার চেষ্টায় থাকব।'
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের পরই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।