promotional_ad

আরো শক্তভাবে ফিরবোঃ অ্যান্ডারসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁজরের ইনজুরি কাটিয়ে আরো শক্তভাবে মাঠে ফিরতে চান জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই তারকা পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত কেপটাউন টেস্টে বাম পাঁজরে চোট পান। পরবর্তীতে সিরিজ চলাকালীন দেশে ফিরে আসতে হয় তাঁকে। 


পাঁজরের এই চোটই তাঁকে বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে মাঠের বাইরে। তবে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করা এই পেসার নিজেকে ফিট প্রমাণ করে ফিরতে বদ্ধপরিকর। দেশের হয়ে খেলার জন্য মুখিয়েই আছেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি। 



promotional_ad

অ্যান্ডারসন বলেন, 'পাঁজরের ইনজুরি কাটিয়ে ফিরে আসতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যখন পাঁজরের হাড় ঠিক হয়ে যাবে, তখন আমি আবারো ফিরতে পারবো। আমি আরো শক্তভাবে ফিরে আসতে চাই এবং ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। এই বিশ্বাসই আমাকে আগামী কয়েক সপ্তাহ সাহায্য করবে। আমি শ্রীলঙ্কা সফরে ফিটনেসের অভাবে বাদ পড়ছি না।' 


পাঁজরের ইনজুরি নিয়েই কেপ টাউন টেস্টে বোলিং করে গেছেন অ্যান্ডারসন। বোলিংয়ের সময় ব্যাথা অনুভূত হওয়ার পরও তেমন গ্রাহ্য করেননি তিনি। কিন্তু একটা পর্যায়ে মাঠই ছাড়তে হয় তাঁকে। সেসময়ের অনুভূতির কথা নিজেই জানান অ্যান্ডারসন।


তিনি বলেন, 'আমি সবচেয়ে বেশি ব্যাথা পেয়েছি এবার। আমি ভালোমতো বোলিং করতে পারছিলাম না। আমি যতবার বোলিং করতে যাচ্ছিলাম, ততবার বুঝতে পারছিলাম যে কিছু একটা ঠিক নেই। আমি স্ট্রয়ার্ট ব্রডকে বলছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। ভেবেছিলাম আমার মাসলে টান লেগেছে। 



টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করা পেসার জেমস অ্যান্ডারসন। এখন পর্যন্ত ১৮১ টেস্টে ৫৮৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সামনে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), শেন ওয়ার্ন (৭০৮) এবং মুত্তিয়া মুরালিধরন (৮০০)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball