শঙ্কামুক্ত তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ কিছুদিন থেকেই কুঁচকির ইনজুরিতে ভুগছেন তামিম ইকবাল। চলমান বঙ্গবন্ধু বিপিএলেও চোট নিয়ে খেলেছেন ঢাকা প্লাটুনের এই ওপেনার। তবে আশার কথা হলো স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি তামিমের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এরই মধ্যে তামিমের ব্যাপারে আশ্বস্ত করেছেন ক্রিকফ্রেঞ্জিকে। দেবাশীষ জানান ইনজুরি নিয়ে খেললেও তামিমকে নিয়ে আপাতদৃষ্টিতে আশঙ্কা থাকছে না।

এরপরেও তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কারণে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর কাছে তামিমকে পাঠানো হয়েছে বলে জানান দেবাশীষ।
তিনি বলেন, 'তামিমের ডান পায়ের কুঁচকির ইনজুরি নতুন নয়। সে বিবিপিএলেও এই ইনজুরিতে ভুগছে। যদিও ইনজুরি নিয়েই খেলছে সে। আমরা স্ক্যান করেছি তামিমের, তবে গুরুতর কিছু ধরা পড়েনি স্ক্যানে। এরপরেও তাঁকে আমরা পুনর্বাসনের জন্য জুলিয়ানের কাছে পাঠিয়েছি।'
ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের হয়ে মাঠে নামা হয়নি তামিমের। আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এই অভিজ্ঞ ওপেনার।