promotional_ad

এক রানের অপেক্ষায় কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে স্বাগতিক ভারত। এই ম্যাচের আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 


পুনেতে অনুষ্ঠেয় তৃতীয় টি-টোয়েন্টিতে এক রান করতে পারলেই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করার কীর্তি গড়বেন কোহলি। একই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির পরে ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। 


শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ের মধ্যে ১১ হাজার রান করার রেকর্ড গড়বেন কোহলি। ১৬৮টি (তিন ফরম্যাট মিলিয়ে) আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়া কোহলি ১০ হাজার ৯৯৯ রান করেছেন। 



promotional_ad

এর আগে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের ক্লাবে নাম লেখান রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, স্টিফেন ফ্লেমিং, অ্যালান বোর্ডার এবং মহেন্দ্র সিং ধোনি। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং রয়েছেন তালিকার শীর্ষে। 


৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়া পন্টিং ৪৫.৫৪ গড়ে ১৫ হাজার ৪৪০ রান করেন। যেখানে তাঁর সেঞ্চুরি সংখ্যা ৪১টি এবং হাফ সেঞ্চুরি ৮৮টি। তালিকার দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। 


২৮৬টি ম্যাচে অধিনায়কত্ব করা স্মিথ ৪৩.১২ গড়ে ১৪ হাজার ৮৭৮ রান সংগ্রহ করেন। তাঁর সেঞ্চুরি সংখ্যা ৩৩টি এবং হাফ সেঞ্চুরি ৭৭টি। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করার তালিকায় তিন এবং চার নম্বরে আছেন যথাক্রমে ফ্লেমিং ও ধোনি। 


নিউজিল্যান্ডকে ৩০৩টি ম্যাচে নেতৃত্ব দেন ফ্লেমিং। যেখানে ১৫টি সেঞ্চুরি এবং ৬৯টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.৬৮ গড়ে ১১ হাজার ৫৬১ রান করেন তিনি। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনির অধীনে ৩৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। ৪৬.৮৯ গড়ে ১১টি সেঞ্চুরি এবং ৭১টি হাফ সেঞ্চুরিসহ তাঁর সংগ্রহ ১১ হাজার ২০৭ রান। 



তালিকার পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান অ্যালান বোর্ডার। মোট ২৭১টি আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়া বোর্ডার ১৭টি সেঞ্চুরি এবং ৬৩টি হাফ সেঞ্চুরিসহ ৪১.২৭ গড়ে ১১ হাজার ৬২ রান করেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball