ল্যাবুশেনকে স্বাগত জানাতে প্রস্তুত ফিঞ্চ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সাদা পোশাকে ব্যাট হাতে অসাধারণ সময় পার করেছেন মারনাস ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালটা যেন নিজেরই করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্টে তাঁর অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলেও ডাক মিলেছে ল্যাবুশেনের। তাঁকে ওয়ানডে দলে বরণ করে নিতে প্রস্তুত অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ভারত সফরের দলে ডাক পেয়েছেন ল্যাবুশেন। শেষ পাঁচ টেস্টে রেকর্ড ৮৯৬ রান তোলা ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ানডেতেও সমানতালে এগিয়ে যাবেন বলে বিশ্বাস ফিঞ্চের।

ফিঞ্চ বলেন, 'সে ওয়ানডে খেলতে ভয় পাচ্ছে না। অ্যাশেজের শুরুতে আমরা তাঁকে না পেলেও পরবর্তীতে সে দলে আসে এবং দারুণ খেলতে থাকে। আশা করি সে এটা চালিয়ে যাবে।'
ল্যাবুশেনের স্পিন খেলার সামর্থ্য মনে ধরেছে ফিঞ্চের। ওয়ানডে ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের হয়ে ল্যাবুশেনের ফর্মও আশা জাগিয়েছে ফিঞ্চের মনে।
ফিঞ্চ আরও বলেন, 'ঘরোয়া ওয়ানডেতে সে যে ফর্ম দেখিয়েছে সেটাও দারুণ। তিন-চার নম্বরে খেলে সেখানে তাঁর গড় ৪০ এর উপরে। ঘরোয়া ক্রিকেটে এই পজিশনে ব্যাটিং করা কিছুটা কঠিন। কন্ডিশন ব্যাটসম্যানদের পক্ষে থাকে না।
সেখানে মন্থর উইকেটে খেলা হয়, স্পিন উপযোগী উইকেটে। কুইন্সল্যান্ডের হয়ে সে এই জায়গায় অসাধারণ ব্যাটিং করেছে, বলতেই হবে।'