promotional_ad

কোহলি-লায়নদের মিছিলে যোগ দিলেন পন্টিং

ছবিঃ সিএ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

চার দিনের টেস্ট শুরু করার পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু লাল বলের এই ফরম্যাটে পরিবর্তনের পক্ষে নন রিকি পন্টিং। টিম পেইন, নাথান লায়ন, বিরাট কোহলিদের পর চার দিনের টেস্টের বিরোধিতা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।


‘আমি এই নিয়মের ঘোর বিরোধী। আমি দেখতে চাই যারা চার দিনের টেস্ট আয়োজনের কথা ভাবছে তারা কী যুক্তি দিতে চায়। পাঁচ দিনের টেস্টে তাদের সমস্যা কী?’

‘আমি স্বীকার করছি শেষ দুই বছরে আমরা চার দিনে ম্যাচ শেষ হতে দেখেছি। কিন্তু গত দশ বছরে অনেকগুলো টেস্ট ম্যাচই ড্র হয়েছে।’ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন পন্টিং।



promotional_ad


এদিকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন আগেই এই ব্যাপারে দ্বিমত জানিয়েছিলেন। টেস্ট ম্যাচ চার দিনে নেমে এলে অ্যাশেজে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাওয়া যাবে না বলে যুক্তি দেন তিনি।

অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি তো রীতিমতো আইসিসিকে ধুয়ে দেন এই ইস্যুতে। এমন চিন্তাভাবনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন লায়ন।

তিনি বলেন, ‘এটা হাস্যকর। আমি পুরোপুরি এর বিরুদ্ধে। আশা করব, আইসিসি এমন ধরনের কিছু করার কথা চিন্তাতেও আনবে না। বিশ্বে সব বড় টেস্ট ম্যাচগুলো আপনারা দেখুন। দারুণ সব টেস্ট ম্যাচ একেবারে শেষ দিন পর্যন্ত যায়। আমি নিজেই সে রকম অনেক টেস্ট দেখেছি।’

চার দিনের টেস্ট ম্যাচের বিরোধিতা করে কোহলি বলেন, ‘আমি এই পরিকল্পনার ভক্ত নই। আমি মনে করি, উদ্দেশ্য যা-ই হোক না কেন, তা ঠিক নয়। কারণ, এরপর তিন দিনের টেস্ট চালু করা নিয়ে কথা শুরু হবে।’

‘আমি যা বলতে চাইছি তা হলো, এর শেষ কোথায়? এরপর কথা উঠবে টেস্ট ক্রিকেট বিলুপ্ত করে দেওয়ার ব্যাপারে। আমি কোনোভাবেই একে সমর্থন দিতে পারি না।’ যোগ করেন ভারতের অধিনায়ক।   




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball