মন খারাপ করে বসে থাকলে চলবে নাঃ তাসকিন
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। কোনো উইকেটের দেখা পাননি তিনি। এমন পারফম্যান্সের কারণে পরবর্তী তিন ম্যাচেই একাদশে জায়গা পাননি এই ডানহাতি পেসার।
একাদশে জায়গা না হওয়ায় বিচলিত হচ্ছেন না তাসকিন। তরুণ এই পেসার এটাকে ক্যারিয়ারের অংশ হিসেবেই বিবেচনা করছেন। রংপুরের এখনও ছয়টি ম্যাচ বাকি আছে। বাকি ম্যাচগুলোতে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই ডানহাতি পেসার।

তাসকিন বলেছেন, ‘আসলে কিছুটা দুঃখজনক, শেষ তিনটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। এটা আসলে ক্যারিয়ারের অংশই। সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করব। এ ছাড়া যে তিনটা ম্যাচ খেলেছি কোনো উইকেট পাইনি, এটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকলে হবে না। ট্রেনিংয়ে চেষ্টা করছি উন্নতির। সামনে সুযোগ পেলে কাজে লাগাতে পারব আশা করছি।’
বিপিএলের গত আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন। সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নেন তিনি। এবার সেই পথে হাঁটতে পারছেন না তাসকিন। এর জন্য অবশ্য কোনো অজুহাত দিচ্ছেন না রংপুরের এই পেসার।
তাসকিনের ভাষ্যমতে, ‘সত্যি কথা বলতে দুই-একটা লুজ বল হয়েছে, ও গুলোতে বাউন্ডারি হয়েছে। চট্টগ্রামে উইকেট এমন যে, ভালো বলেও বাউন্ডারি এসেছে। সবমিলিয়ে ব্যাটিং বান্ধব উইকেট এবারের বিপিএলে, সব বোলারই মোটামুটি খরুচে। আমি চেষ্টা করব সামনে সুযোগ পেলে। যদিও এটা অজুহাত হতে পারে না, উইকেট ব্যাটিং বান্ধব। আমি আসলে নিজে ভালো করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা।’