promotional_ad

রোহিত এক, কোহলি দুই

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা। ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েছেন ভারতের সহ অধিনায়ক।


২৮ ম্যাচে ৫৭.৩০ গড়ে এক হাজার ৪৯০ রান সংগ্রহ করেছেন ৩২ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে সাতটি সেঞ্চুরিসহ ও ছয়টি হাফ সেঞ্চুরি করেন তিনি। এই বছর সবচেয়ে বেশি চারও (১৪৬টি) হাঁকান তিনি। সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের দখলে (৫৬টি)।



promotional_ad

রান তালিকায় দুই নম্বরে আছেন রোহিতের সতীর্থ এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৩১ বছর বয়সী কোহলি চলতি বছর ২৬ ম্যাচে ৫৯.৮৬ গড়ে এক হাজার ৩৭৭ রান করেন। তাঁর রয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি।


ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ আছেন এই তালিকার তৃতীয় স্থানে। ২৬ বছর বয়সী হোপ ২৮ ম্যাচে ৬১.১৩ গড়ে চারটি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরিসহ করেন এক হাজার ৩৪৫ রান।


এরপর আছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩৩ বছর বয়সী এই ওপেনার ২৩ ম্যাচে ৫১.৮৬ গড়ে করেন এক হাজার ১৪১ রান। যেখানে চারটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি আছে তাঁর।



চলতি বছর ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম সাথে আছেন ২৫ বছর বয়সী বাবর আজম। পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান ২০ ম্যাচে ৬০.৬৬ গড়ে করেন এক হাজার ৯২ রান। তাঁর সেঞ্চুরি তিনটি ও হাফ সেঞ্চুরি ছয়টি।


বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এই বছর সবচেয়ে বেশি রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ডানহাতি এই ব্যাটসম্যান ১৮ ম্যাচে ৫০.২৬ গড়ে করেন ৭৫৪ রান। সেঞ্চুরি একটি ও হাফ সেঞ্চুরি আছে পাঁচটি। এই তালিকায় ১৬তম স্থানে আছেন মুশফিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball