গাঙ্গুলির পরিকল্পনা বিফলে যাবেঃ রশিদ লতিফ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
২০২১ সালে পর্দা উঠতে যাচ্ছে সুপার সিরিজের। যার প্রথম আসরটি অনুষ্ঠিত হবে ভারতে। মিডিয়াকে এমনটা নিশ্চিত করেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও বিফলে যেতে পারে সৌরভের এই পরিকল্পনা, এমনটা মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সৌরভের পরিকল্পনা নিয়ে লতিফ বলেন, 'সৌরভের এই পরিকল্পনা একেবারেই বিফলে যাবে। সুপার সিরিজের পরিকল্পনায় অপেক্ষাকৃত কম শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশগুলিকে ছোট করা হবে।

চতুর্দেশীয় টুর্নামেন্টে শক্তিশালী দেশগুলো জোট বাঁধবে। ক্রিকেটের মতো বৈশ্বিক খেলায় জোট থাকা উচিত নয়। কাম্যও নয়।'
এর আগে গাঙ্গুলি বলেছিলেন, 'অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এবং বিশ্ব ক্রিকেটের সুপার সিরিজ। যেটা ২০২১ সালে শুরু হবে। সুপার সিরিজের প্রথম আসরটি অনুষ্ঠিত হবে ভারতে।'
প্রথমে জানা যায়, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হতে পারে সুপার সিরিজটি। কিন্তু শেষ পর্যন্ত এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজিত যাচ্ছে সিরিজটি।
১৯৯২ সালের ঐতিহাসিক চার জাতি সিরিজ হিরো কাপের পর এশিয়া কাপ ব্যতীত চার জাতি টুর্নামেন্টের ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। যে কারণে এই টুর্নামেন্ট আয়োজন করতে আইসিসির সম্মতির প্রয়োজন বোর্ডগুলোর।
এরই ভিত্তিতে দ্রুত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হতে যাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত।