বোল্ট-মুস্তাফিজদের ছাড়িয়ে শীর্ষে শামি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মোহাম্মদ শামি। গত বুধবার (১৮ ডিসেম্বর) বিশাখাপত্তমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নিয়ে ভারতের এই পেসার এমন মাইলফলকে পৌঁছেছেন।
চলতি বছর ২০ ওয়ানডে খেলা শামির উইকেট সংখ্যা ৪১টি। ইকোনমি রেট ৫.২৮ এবং সেরা বোলিং ফিগার ৬৯ রান খরচায় পাঁচ উইকেট।

এই মাইলফলকে পৌঁছাতে নিউজিল্যান্ডের গতি তারকা ট্রেন্ট বোল্টকে পেছনে ফেলেন শামি। এই বছর ২০ ওয়ানডে খেলে ৪.৭০ ইকোনমি রেটে ৩৮টি উইকেট নেন বোল্ট।
শামি শীর্ষে উঠায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন বোল্ট। ২০১৯ সালে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক কিউই পেসার লকি ফার্গুসন। ১৭ ওয়ানডেতে ৫.১৯ ইকোনমি রেটে ৩৫টি উইকেট নিয়েছেন তিনি।
এই তালিকার চতুর্থ স্থানে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ১৬ ওয়ানডে খেলে ৩৪টি উইকেট নেন মুস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছয়ের উপরে (৬.৭৭)।
তালিকার পঞ্চম স্থানে আছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। ১৯ ওয়ানডে ম্যাচে ৫.২৩ ইকোনমি রেটে ৩৩টি উইকেট নেন ভুবনেশ্বর।