promotional_ad

দুই অধিনায়কের গোল্ডেন ডাক প্রথম দেখলো ওয়ানডে ক্রিকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে  ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির ভারত। বিশাখাপত্নমে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৮৭ রান করে ভারত। জবাবে ২৮০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। 


দুই দল মিলে ৬৬৭ রান সংগ্রহ করলেও মজার বিষয় হলো দুই দলের অধিনায়কই গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। যা ৪৮ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবার প্রত্যক্ষ করলো ক্রিকেট বিশ্ব।  



promotional_ad

ভারতীয় ইনিংসের ৩৮তম ওভারে ব্যাটিং করতে নেমে কাইরন পোলার্ডের বলে রস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্বাগতিক দলপতি কোহলি। প্রথম বলে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। এরপর ভারতের দেয়া ৩৮৮ রান তাড়া করতে নেমে ছয় নম্বরে ক্রিজে নামেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। 


কিন্তু মোহাম্মদ শামির বলে উইকেট রক্ষক ঋশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। ফলে দুই দলের অধিনায়কের গোল্ডেন ডাক দেখলো দর্শকরা। 


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ এ সমতা নিয়ে আসলো ভারত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে রবিবার (২২ ডিসেম্বর) কটকে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball