promotional_ad

করাচীতে লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা-পাকিস্তান

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০০৯ সালে পাকিস্তান সফরে সন্ত্রাসী হামলার মুখে পড়ে তারা। এরপর থেকে পাকিস্তানে সিরিজ খেলতে রাজি হয়নি লঙ্কানরা। 


অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে এবং চূড়ান্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়ার পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে দিমুথ করুনারত্নের দল। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্ট এরই মধ্যে ড্র হয়েছে। ফলে সিরিজ জিততে হলে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই দুই দলের। 


এই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র হলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন স্বাগতিকদের দুই বাত্মান আবিদ আলী এবং বাবর আজম। 



promotional_ad

রাওয়ালপিন্ডিতে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে সামর্থ্যের জানান দেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আবিদ। ১০২ রানের আরেকটি দারুণ ইনিংস উপহার দেন বাবরও। সবমিলিয়ে করাচী টেস্টেও পাদপ্রদীপের আলোয় থাকবেন তাঁরা। 


সফরকারী শ্রীলঙ্কার পক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া ডি সিলভা। তাঁর ১০২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩০৮ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নেও খেলেনব ৫৯ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টেও তাঁদের প্রতি নজর থাকবে সমর্থকদের। 


এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে পাকিস্তান। টাইফয়েডের কারণে ছিটকে পড়তে হয়েছে বাঁহাতি পেসার উসমান খান শিনওয়ারিকে। তাঁর পরিবর্তে একাদশে আসতে পারেন লেগ স্পিনার ইয়াসির শাহ। 


পরিবর্তন আসবে শ্রীলঙ্কার একাদশেও। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে এই টেস্ট খেলা হচ্ছে না শ্রীলঙ্কার ডানহাতি পেসার কাশুন রাজিথার। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার একাদশে খেলতে পারেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। 



পাকিস্তান একাদশ (সম্ভাব্য)- শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি। 


শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য)- দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball