promotional_ad

বিবিসির বর্ষসেরা স্টোকস

ছবিঃ বিবিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিবিসির বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।


এর আগে এই পুরস্কার জিতেছেন জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিলি (১৯৭৫), ইয়ান বোথাম (১৯৮১) ও অ্যান্ডু ফ্লিনটফ (২০০৫)। সেরার পুরস্কার অর্জন করার পথে স্টোকস ফর্মুলা ওয়ানের রেসার লুইস হ্যামিল্টনকে হারিয়ে দেন। 


গত রবিবার রাতে পুরস্কার হাতে পেয়ে স্টোকস বলেন, ‘যদিও এটা ব্যক্তিগত অর্জন, তবে আমি সব সময় আমার দলের জন্য খেলি।  এ পুরস্কারের জন্য ধন্যবাদ।



promotional_ad

এই বছর বিশেষ কিছু মুহূর্ত রয়েছে আমাদের। এ কারণে আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং ম্যানেজম্যান্টকে অনেক ধন্যবাদ জানাতে চাই। হয়তো আমি একাই পুরস্কার নিচ্ছি। কিন্তু আমার এই অর্জনে তাদের সকলের অবদান আছে।’


চলতি বছর স্টোকস ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে যেমন অবদান রাখেন তিনি, ঠিক সেভাবে অ্যাশেজ সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতেও অবদান রাখেন তিনি।


ভোট পর্বে দেখা যায়, এই বছর ক্রিকেটে যে দুটি ম্যাচ সব চাইতে বেশি রোমাঞ্চ ছড়িয়েছে সেই দুটিতেই উইকেট মাতিয়েছেন স্টোকস। প্রথমটি বিশ্বকাপের ফাইনাল। যেখানে স্টোকস একাই শিরোপার দিকে নেন দলকে। 


দ্বিতীয়টি হেডেংলি টেস্টে তার ঐতিহাসিক ইনিংস। সেই টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে স্টোকস শেষ ব্যাটসম্যানকে নিয়ে যে লড়াই করেছেন সেটাই সবকিছুকে হার মানায়।



স্টোকসের পাশাপাশি পুরস্কার জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে তারা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball