ডি ভিলিয়ার্সকে ফেরাতে চান বাউচার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশের স্বার্থে এবি ডি ভিলিয়ার্সকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চান দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত প্রধান কোচ মার্ক বাউচার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক বিদায় নেন ডি ভিলিয়ার্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন ডানহাতি এই ব্যাটসম্যান। চলমান এমজানসি সুপার লিগে বাউচারের কোচিংয়েই শোয়ান স্পার্টানসে খেলছেন ডি ভিলিয়ার্স।

এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৫৫.৬৮ স্ট্রাইক রেটে ২৭৪ রান সংগ্রহ করা ডি ভিলিয়ার্স সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন। যেখানে ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। বাউচারের বিশ্বাস ক্রিকেটকে এখনও অনেক কিছু দিতে পারবেন ডি ভিলিয়ার্স।
তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চেষ্টা করবেন জানিয়ে বাউচার বলেন, ‘আপনি যখন বিশ্বকাপ খেলতে যান, তখন চাইবেন যাতে সেরা খেলোয়াড়রা আপনার দলে খেলে। আমার যদি মনে হয় সে (ডি ভিলিয়ার্স) আমার দলের অন্যতম সেরা খেলোয়াড়, তাহলে তার সঙ্গে কেনো কথা বলবো না? আমি মাত্রই দায়িত্বটা পেয়েছি। বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেই কথা বলবো।'
ডি ভিলিয়ার্সের পাশাপাশি অন্যান্য তারকা ক্রিকেটারদেরও ফেরাতে চান বাউচার। তাঁর ভাষ্যমতে, ‘একজন কোচ হিসেবে অবশ্যই চাইবো সেরা তারকারা থাকুক দলে। একজন কোচ হিসেবে আমি দলের গভীরতা বৃদ্ধির সুযোগটা নিতে চাই। এটা দলের সবাইকে নিজের অবস্থানের ব্যাপারে আরও সচেতন হওয়া শেখাবে।’