বাংলাদেশের জন্য ভালোবাসা ও শ্রদ্ধাঃ গেইল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে তা কেটে যায় অনেকটা। এবার সংশয় পুরোপুরি দূর করে দিলেন ক্যারিবিয়ান এই তারকা নিজেই?? একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, বিপিএল খেলতে আসছেন তিনি। সঙ্গে বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাও জানিয়েছেন ইউনিভার্স বস।
গত ১৭ নভেম্বর আয়োজিত বিপিএলের ড্রাফট থেকে গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম। কিন্তু ড্রাফটে তাঁর নাম কীভাবে এসেছে জানতেনই না গেইল। তাঁর এমন বক্তব্যে বিপাকে পড়ে চট্টগ্রাম।

পরবর্তীতে গেইলের সঙ্গে যোগাযোগ করে তাঁর বিপিএল খেলা নিশ্চিত করে দলটি। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুকের পাতায় একটি ভিডিওর মাধ্যমে নিজেই জানালেন সুসংবাদ।
ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান বলেন, 'হ্যালো বাংলাদেশ, ইউনিভার্স বস ক্রিস গেইল বলছি। বঙ্গবন্ধু বিপিএলে আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসছি। শিগগিরই দেখা হবে। বাংলাদেশের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা।'
২০১৯ সালের বাকি সময়টায় ক্রিকেট থেকে দূরে থাকবেন, আগেই ঘোষণা দেন গেইল। ক্রিসমাসের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। একই সঙ্গে হালকা চোটের কথাও জানিয়েছেন তাঁর এজেন্ট।
সব মিলিয়ে জানুয়ারির শুরুতে বিপিএলের দেখা যাবে মারকুটে এই ব্যাটসম্যানকে। সিলেট পর্বে গেইলকে পেতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেক্ষেত্রে প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন গেইল। শেষ চারে জায়গা পেলে বাকি ম্যাচগুলো খেলবেন তিনি।