promotional_ad

ক্যারিবিয়ানদের নতুন ব্যাটিং কোচ মন্টি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাটিং কোচ হিসেবে মন্টি দেসাইকে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী দুই বছর শাই হোপ-নিকোলাস পুরানদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি।


ক্যারিবিয়ানদের কোচ হতে পেরে উচ্ছ্বসিত মন্টি বলেন, 'বিশ্ব ক্রিকেট ইতিহাসের সমৃদ্ধশালী দল ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। নতুন একটি সংস্কৃতিতে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।


প্রধান কোচ সিমন্সের সঙ্গে কাজ করাটা দারুণ আনন্দের। ক্যারিবিয়ানদের সাফল্যে অবদান রাখার সর্বাত্মক চেষ্টা করব।'



promotional_ad

প্রায় ১২ বছর ধরে কোচিং পেশায় নিয়োজিত আছেন মন্টি। এর আগে আফগানিস্তান, নেপাল এবং ভারতের অঞ্চলভিত্তিক দলগুলোতে কোচিং করিয়েছেন মন্টি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস এবং গুজরাট লায়ন্স ফ্র্যাঞ্চাইজির হয়েও কোচিং করান তিনি। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত এবং কানাডার ব্যাটিং কোচ ছিলেন তিনি।


মন্টিকে কোচ হিসেবে পেয়ে খুশি হয়েছেন ক্যারিবিয়ানদের প্রধান কোচ ফিল সিমন্সও। তিনি বলেন, 'মন্টির সঙ্গে আমি আগেও কাজ করেছি। সে দারুণ একজন কোচ এবং খেলা সম্পর্কে দারুণ জ্ঞান রাখে।


সে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছে। ক্রিকেটারদের প্রতিভা বিকশিত করার পেছনে সে অবদান রাখতে পারে। ভারত সিরিজের আমরা তাঁকে পাচ্ছি, এজন্য আনন্দিত।'



ডিসেম্বরের ৬, ৮ ও ১১ তারিখে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৫, ১৮ ও ২২ ডিসেম্বর।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball