ভারতের বিপক্ষে আমরা আন্ডারডগঃ পোলার্ড
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। হায়দরাবাদে সিরিজ শুরুর একদিন আগে এমন মন্তব্য করেছেন তিনি।
যদিও তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে কিছু বিষয়ে জোর দিলেই ভারত বধ সম্ভব বলে বিশ্বাস করেন পোলার্ড।

ক্যারিবিয়ানদের রঙিন পোশাকের অধিনায়ক বলেন, 'আমরা শক্তিশালী একটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছি। আমরা এখানে আন্ডারডগ। তারপরেও আমাদের নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা জরুরী।
যেকোনো কিছুই সম্ভব। কিছু বিষয়ে যদি আমরা জোর দিতে পারি তাহলে আমাদেরও জেতার সম্ভাবনা আছে।'
সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে তিন ফরম্যাটে সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে এবং টেস্ট সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। অধিনায়ক পোলার্ড অবশ্য দলের তরুণ ক্রিকেটারদের পরিশ্রমের কথাই মাথায় রাখছেন।
তিনি আরও বলেন, 'আফগানিস্তান সিরিজে দলের ক্রিকেটাররা অনেক খেটেছে। অনেক অল্প সময় পেয়েছিলাম তখন আমরা। এটা আমাদের সামনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে।'
ডিসেম্বরের ৬, ৮ ও ১১ তারিখে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৫, ১৮ ও ২২ ডিসেম্বর।